হাওড়ায় টাকা উদ্ধারের ঘটনায় ধৃত তিন বিধায়ককে সাসপেন্ড করলো কংগ্রেস

Spread the love

হাওড়ায় গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত ঝাড়খণ্ডের তিন বিধায়ককে সাসপেন্ড করল কংগ্রেস। দলের তরফে রবিবার এই ঘোষণা করা হয় ৷ ঝাড়খণ্ড কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ পাণ্ডে জানিয়েছেন, দলের এই সিদ্ধান্ত ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যকর করা হয়েছে ৷

এদিন একটি সাংবাদিক সম্মেলন করেন অবিনাশ ৷ সেখানে তিনি বলেন, গতকাল বিপুল পরিমাণ নগদ অর্থ-সহ তিনজন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁদের তিনজনকেই সাসপেন্ড করা হল ৷ প্রসঙ্গত, অভিযুক্ত ওই তিন বিধায়ক হলেন ইরফান আনসারি, রাজেশ কচ্চপ এবং নমন বিক্সাল কোঙ্গারি ৷

শনিবার ১৬ নম্বর জাতীয় সড়কে একটি চারচাকা গাড়ি আটক করা হয় ৷ সেই গাড়িতেই ছিলেন ঝাড়খণ্ডের তিন বিধায়ক ৷ গাড়ির ডিকি খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি টাকা ! ঘটনাটি ঘটে হাওড়ার রানিহাটি মোড়ে ৷ উদ্ধার হওয়া টাকার মধ্যে অধিকাংশই ৫০০ টাকার নোট ৷ মোট পরিমাণ অন্তত ৪৯ লক্ষ ৷ যদিও অন্য একটি সূত্রের দাবি, শনিবার রাতের এই ঘটনায় কম করে ৭০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে! তবে, এখনও পর্যন্ত পুলিশের তরফে এই তথ্য়ে কোনও সিলমোহর দেওয়া হয়নি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার উৎস জানতে শনিবার রাতভর সংশ্লিষ্ট তিন বিধায়ককে জেরা করা হয় ৷ রাতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ ৷ সেইসঙ্গে, গাড়ির চালক এবং আরও এক সওয়ারিকেও গ্রেফতার করা হয় ৷ সকলেরই রাত কাটে স্থানীয় পাঁচলা থানায় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, রবিবার দুপুরে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হয় ধৃত পাঁচজনকে ৷ এদিকে, ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে রাজনীতি শুরু হয়েছে ৷ অভিযোগ, বিধায়ক কেনা-বেচার জন্যই নাকি এই টাকা রাজ্য়ে ঢোকানো হয়েছিল ৷ যদিও এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন ইরফান আনসারির এক আত্মীয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*