এটা কেন্দ্রের রাজ্যের প্রতি চরম বঞ্চনা। বাংলার অসম্মান। এই অপমান সহ্য করব না। এই রুট গুলির ট্রেন চালু করা হয়েছিল আমার আমলে। এটা রাজনৈতিক প্রতিহিংসা। কোনওভাবেই মানব না। রাজ্যে ৮ টি রুটের ট্রেন বন্ধ করে দেওয়ার রেলমন্ত্রকের সিদ্ধান্তের বিরোধিতা করে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি আরও বলেন, কেন্দ্র ৫০ হাজার কোটি টাকা আমাদের কেটে নিয়ে যায়। আবার ওরা বলছে লস প্রজেক্টের জন্য ৫০ শতাংশ টাকা দিতে হবে। আমরা চরম আপত্তি জানাচ্ছি।
প্রসঙ্গত, রেলমন্ত্রক থেকে রজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানিয়েছে রাজ্যের মোট আটটি রুটের ট্রেন পরিষেবায় লোকসানে চলছে, তাই ওই আটটি রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। নতুবা রাজ্য যদি চায় ওই আটটি রুটে ট্রেন পরিষেবা চালু রাখতে তাহলে লোকসানের ৫০ শতাংশ বহন করতে হবে রাজ্যকেই।
এই আটটি রুট হল-
১) সোনারপুর-ক্যানিং
২) বারুইপুর-নামখানা
৩) কল্যাণী-কল্যাণীসিমান্ত
৪) বর্ধমান-কাটোয়া
৫) ভীমগড়-পলাশথলি
৬) বালিগঞ্জ-বজবজ
৭) বারাসাত-হাঁসনাবাদ
৮) শান্তিপুর-নবদ্বীপঘাট
ফাইল ছবি
Be the first to comment