একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অন্যজনের পাসপোর্ট। পার্থ-অর্পিতা তদন্তে দ্বিতীয় ধাপে পা ফেলতে চলেছে ইডি। ইডি সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজরদারি শুরু করেছে তাঁরা। একইসঙ্গে তাঁদের র্যা ডারে অর্পিতা মুখোপাধ্যায়ের পাসপোর্ট।
পার্থ চট্টোপাধ্যায়ের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডি। দুটি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাঙ্কে মোট ৫টি অ্যাকাউন্ট রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। যার মধ্যে ২টি ফিক্সড ডিপোজিট এবং ৩টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। ওই পাঁচটি অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তার খতিয়ান জানতে ইতিমধ্যেই ওই তিনটি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করছে ইডি।
অন্যদিকে ইডির নজরে রয়েছে অর্পিতার পাসপোর্ট। তিনি বিদেশ সফরে কোথায় কোথায় গিয়েছেন। অন্য কোনও দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনি টাকা রেখেছেন কি না তাও জানার চেষ্টা করছে ইডি। ইডি সূত্রের খবর, অর্পিতা মুখোপাধ্যায় প্রায়শই বিদেশ সফরে যেতেন। যে তালিকায় রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, বাংলাদেশ।
Be the first to comment