করোনা অতিমারী কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাজ্যে ফের বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বৃহস্পতিবারই শহরে ডেঙ্গুতে মৃত্যু হয় এক কিশোরের। জ্বরে অসুস্থ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল কালীঘাট এলাকার ওই স্কুল পড়ুয়া। গতকাল মৃত্যু হয় তার।
স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন ওই ঘিঞ্জি এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গিতে আক্রান্ত ২২ জন যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। এই অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে নবান্ন।
নবান্ন সূত্রে খবর ডেঙ্গি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। ডেঙ্গিতে কলকাতায় মারা গেছেন একজন। তাই বাড়ছে আতঙ্ক ও প্রশাসনিক তৎপরতা। সব জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভা বিধাননগর পুরসভা-সহ প্রত্যেকটি কর্পোরেশনের আধিকারিক, প্রত্যেকটি মেডিকেল কলেজের প্রিন্সিপালদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে ডেঙ্গি পরিস্তিতি খতিয়ে দেখতে। একই সঙ্গে স্বাস্থ্য দফতর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেশন গুলিকে নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার সময় গুরুত্বপূর্ণ বৈঠকটি ডাকলেন মুখ্য সচিব।
বৃহস্পতিবারই ডেঙ্গিতে মৃত্যু হয় এক কিশোরের। বিশাখ মুখোপাধ্যায় অষ্টম শ্রেণীর ছাত্র। জানা গিয়েছে পাঁচ দিন ধরে জ্বর ছিল তার। পরে হাসপাতালে ভর্তি করা হয় ওই কিশোরকে। বাড়ীর পাশেই পুরসভার স্বাস্থ্যকেন্দ্র, তবুও জ্বর হওয়ার পরেও তার পরিবার জানায়নি, বা রক্ত পরীক্ষা করেনি। তাঁর মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন ঘিঞ্জি, জনবহুল এই এলাকায় ইতিমধ্যেই ২২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তবে সকলেই ভালো আছেন।
Be the first to comment