শনিবার দেশের ১৬ তম উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে চলেছে। এদিন ভোটদান প্রক্রিয়া শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ফল প্রকাশ হবে আজই। উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিআর পদপ্রার্থী হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। অন্যদিকে বিরোধীদের সর্বসম্মত প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। সব রাজ্যের বিধানসভায় ভোটগ্রহণ রয়েছে। বিধায়কদের পাশাপাশি ভোট দেবেন সাংসদরাও। তাঁদের উপরই নির্ভর করছে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি কে হতে চলেছেন।
তবে লড়াইয়ে কিছুটা এগিয়ে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়।
এদিন গোপন ব্যালটে নির্বাচন হতে চলেছে। বৃহস্পতিবার টুইট করে সকল সাংসদদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেন বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভা। আম আদমি পার্টি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভাকে সমর্থনের কথা ঘোষণা করেছে।
এছাড়াও বিরোধী প্রার্থীকে সমর্থন করছে শিবসেনা (উদ্ধব শিবির), এনসিপি, কংগ্রেস ও বাম দলগুলি। তবে ভোটদান থেকে বিরত থাকছে তৃণমূল। এখনও এই অবস্থানেই অনড় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিনই দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দিল্লিগিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাজ্যের দাবি-দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকও করেন তিনি। এর আগে বিরোধী উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে তাঁকে সমর্থন করার আবেদন করেন। তবে তাতেও বরফ গলেনি। উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে তৃণমূল।
Be the first to comment