ভারতীয় জাদুঘরের কাছে শ্যুটআউট, পুলিসের গাড়ি লক্ষ্য করে চললো গুলি, মৃত ১

গুরুতর আহত আরও ১

Spread the love

পার্কস্ট্রিটের জাদুঘরের কাছে শ্যুটআউট৷ পুলিসের গাড়ি লক্ষ্য করে চলে গুলি৷ শনিবার ভরসন্ধ্যায় গুলি চলে সেখানে৷ সূত্রের খবর, প্রাথমিকভাবে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন৷ তাঁদের একজন পুলিসের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর৷ তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়৷ জানা গিয়েছে, ভারতীয় জাদুঘর এবং বিধায়কদের হস্টেলের রাস্তায় পুলিসের গাড়ি লক্ষ্য করে গুলি চলে৷ দুর্ঘটনায় ১ জনের মৃত্যর খবর পাওয়া যাচ্ছে। গুরুতর আহত আরও ১ জন। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জাদুঘরের নিরাপত্তার দায়িত্বে থাকে সিআইএসএফ৷ কাছেই রয়েছে তাদের ক্যাম্প৷ সেই ক্যাম্প থেকেই গুলির শব্দ শোনা যায়৷ সূত্রের খবর, সিআইএসএফের এক জওয়ানই গুলি চালান৷ তিনি অন্য এক জওয়ানকে লক্ষ্য করে গুলি চালাতে গিয়েছিলেন৷ সেই গুলি লাগে পুলিসের গাড়িতে৷ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ জাদুঘরের কাছে অনেক হকার বসেন৷ গুলির শব্দে তাঁদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়৷ হকাররা জানান, সন্ধে সাড়ে ৬টা নাগাদ সিআইএসএফের ক্যাম্প বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়৷ এদিকে খবর পেয়েই সিআইএসএফের ক্যাম্পে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী৷ পৌঁছন উচ্চপদস্থ পুলিস কর্তারা৷

এই ঘটনায় এক জওয়ানও গুলিবিদ্ধ হয়েছেন৷ পুলিস সূত্রে খবর, দুই জওয়ানের মধ্যে বচসার জেরেই চলে গুলি৷ সিআইএসএফের জওয়ানদের কাছে একে-৪৭ রাইফেল থাকে৷ সেই রাইফেল থেকে ছোড়া এলোপাথারি গুলিতে আরও অনেকে আহত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ পুলিসের৷ যে জওয়ান গুলি চালিয়েছেন তাঁকে ধরার চেষ্টা চলছে৷ তিনি ক্যাম্পের ভিতর রয়েছেন বলে খবর৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*