জেলে সারাদিন চুপচাপ পার্থ, ফুলছে পা

Spread the love

সংশোধনাগারে দ্বিতীয় রাতও প্রায় বিনিদ্রই কাটল পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পা ফুলতে শুরু করেছে। সঠিক কী কারণে তাঁর পা ফুলছে, তা জানার চেষ্টা করছেন কারা দফতরের চিকিৎসকরা। তবে পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে আসার পর থেকে অন্যান্য কয়েদিদের মতোই সাধারণ ভাবে রয়েছেন তিনি। তাঁকে কোনও বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে না ৷ অন্যান্য কয়েক দিনের মতো এ দিনও পার্থর শারীরিক পরীক্ষা করা হয় । আর তখনই চিকিৎসকরা দেখেন যে, পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলছে ।

এ দিন ব্রেকফাস্টে টোস্ট এবং লাল চা দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে । গতকাল রাতে তিনি রুটি ও সবজি খেয়েছেন । তবে জানা গিয়েছে, সংশোধনাগারে তাঁর সময় কাটতে চাইছে না । একেবারে চুপচাপ থাকছেন ৷ মাঝেমধ্যে কারারক্ষীদের সঙ্গে হালকা কথাবার্তা বলে মন হালকা করছেন তিনি । ইতিমধ্যেই বেশকিছু বই এবং কাগজ পেন চেয়ে কারা দফতরের কাছে আর্জি জানিয়েছেন । তবে কারাগারে তাঁকে কোন কোন জিনিস দেওয়া যেতে পারে, সেগুলি এখনও পর্যন্ত স্থির করা হয়নি বলে প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রের খবর ।

রাজ্যে এসএসসি দুর্নীতি কাণ্ডে তৃণমূলের প্রাক্তন মহাসচিব তথা রাজ্যের তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে । এরপরে অর্পিতার একাধিক ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয় । বেশ কিছুদিন হেফাজতে থাকার পর অবশেষে জেল হেফাজত হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের । ইডি দফতরে এই দুজন পাশাপাশি দুটি লকআপে থাকলেও বর্তমানে অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন আলিপুর মহিলা সংশোধনাগারে । আর পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*