তিনি তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক। এবং অনুগত সৈনিকের মতোই দলের নির্দেশ মেনে চলবেন। ১৪ দিনের ‘সেন্সর’ প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়ে দিলেন কুণাল ঘোষ।
তৃণমূল সূত্রের দাবি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করার জেরে দলের অন্দরে শাস্তির মুখে পড়েছেন কুণাল। ১৪ দিনের জন্য তাঁকে পার্থ সংক্রান্ত কোনও বিষয় বা দলের অবস্থান নিয়ে মন্তব্য করতে নিষেধ করেছে শীর্ষ নেতৃত্ব।
সেই ‘শাস্তি’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কুণালবাবু এদিন জানিয়ে দেন, আমি তৃণমূলের কঠিন দিনের সৈনিক। আমি ছিলাম, আছি, আমি তৃণমূলের সৈনিক থাকব। দল করতে গেলে বহু সময় দলের নানা বক্তব্য মানতে হয়। আর আমি আগাগোড়া বোরোলিন নিয়ে চলি। জীবনের ওঠাপড়া আমার গায়ে লাগে না।
এদিন আরও একবার তিনি জানিয়ে দেন, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে আর কোনও মন্তব্য করব না। আমি দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক। যখন যেখানে দল যা বলবে, আমি মেনে চলব।
কুণালের বার্তা, আমি তৃণমূল কংগ্রেসটা মন থেকে করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুধু নেতা ভাবি না। মন থেকে ভালবাসি। আমার যতক্ষণ মন সায় দেবে, আমি তৃণমূলের কর্মী-সৈনিক ছিলাম, আছি, থাকব। তাতে কে কী বলল, আমার কিছু যায় আসে না। আবারও বলছি আমি বোরোলিনে বিশ্বাস করি, জীবনের ওঠাপড়ায় কিছু যায় আসে না।
Be the first to comment