জাদুঘরে শ্যুট আউটের ঘটনায় গ্রেফতার সিআইএসএফ জওয়ান অক্ষয় কুমার কুমার মিশ্রকে ১৪ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। রবিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করলে বিচারক অক্ষয় কুমারকে মিশ্রকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
তিনদিন আগে পিতৃবিয়োগ হয় অক্ষয় কুমার মিশ্রের৷ মন খারাপ ছিলই৷ তার উপর কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েও তা মঞ্জুর না হওয়ায় হতাশা বেড়ে যায়৷ রাগে, ক্ষোভে এবং হতাশা থেকে শনিবার গুলি চালায় সিআইএসএফের জওয়ান৷ ভরসন্ধেয় পরপর সেই গুলির শব্দে হুলুস্থুল পড়ে যায় পার্কস্ট্রিটের জাদুঘরে৷
জাদুঘরের ক্যাম্পাসের ভিতরেই সিআইএসএফের ব্যারাক৷ এদিন সেই ব্যারাকেই চলে গুলি৷ তাতে মৃত্যু হয় এক সিআইএসএফের জওয়ানের৷ আহত হন সিআইএসএফের আরও এক আধিকারিক৷ আততায়ীকে ধরতে অভিযানে নামে কলকাতা পুলিস৷ দেড়ঘণ্টার অভিযানের পর অবশেষে পুলিসের কাছে আত্মসমর্পণ করেন এ কে মিশ্র নামে ওই জওয়ান৷
এরপর রবিবার তাঁকে আদালতে তোলা হয়। তদন্ত সবে শুরু হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই কারণে সরকার পক্ষের আইনজীবী ১৪ দিনের পুলিস হেফাজতের আবেদন করেন। ধৃতর পক্ষে সওয়াল-জবাবের জন্য কোনও আইনজীবী না থাকায় আগামী ২১ অগাস্ট পর্যন্ত অভিযুক্তের পুলিস হেফাজতের নির্দেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
Be the first to comment