মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, কলকাতায় দুর্গাপুজোর মহামিছিলে যোগ দেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে মিলল সাড়া। বাংলার দুর্গাপুজোর আনন্দে এবার গা ভাসাবে ইউনেস্কোও। তাদের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল, আগামী পয়লা সেপ্টেম্বর দুর্গাপুজো উপলক্ষে আয়োজিত কলকাতার মিছিলে অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিও।

দুর্গাপুজোকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি দেওয়া হোক। এ দাবি ছিল দীর্ঘদিনের। গতবছর ডিসেম্বরে অবশেষে মেলে সুখবর। বাংলার ঐতিহ্য, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’-এর ( Intangible Heritage) তকমা দেয় ইউনেস্কো। এই বিরাট সম্মানের পরই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, এবার একমাস আগে থেকেই বাংলাজুড়ে শুরু হয়ে যাবে দুর্গাপুজো। সেই মতোই আগামী পয়লা সেপ্টেম্বর শহরজুড়ে বের হবে মহামিছিল। এই মহাযজ্ঞে শামিল হতে আমন্ত্রণ জানানো হয়েছিল ইউনেস্কোর প্রতিনিধিকেও। এবার সেই ডাকেই সাড়া দিয়ে ইউনেস্কো জানিয়ে দিল, মহামিছিলে যোগ দেবেন তাদের প্রতিনিধিও। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*