বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকাকে ১৬৩ রানের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ। আগের ম্যাচে দুর্বল জিম্বাবোয়ের কাছে হারার পর এদিনও অ্যাঞ্জেলো ম্যাথেউসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কান দল বাংলাদেশের কাছে হেরে বসলো। জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১৫৭ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কানরা। শুক্রবার বেলা ১২টায় ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২০ রান করে। দলের পক্ষে তামিম ইকবাল সর্বোচ্চ ৮৪ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ৬৭ ও মুশফিকুর রহিম ৬২ রান করেন। শ্রীলঙ্কান বোলাররা সেভাবে দাগ করতে পারেননি।
ফাইল ছবি
Be the first to comment