গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়লেও কমছে অ্যাকটিভ কেস, ফের করোনা আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

Spread the love

দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। আজ সংক্রমণ খানিকটা কমে তো কালই আবার তা লাফিয়ে বাড়ে। গত কয়েকদিনের করোনা পরিসংখ্যানে চোখ রাখলে অন্তত সেই ছবিটা স্পষ্ট। বুধবারই যেমন মঙ্গলবারের তুলনায় অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। তবে তারই মধ্যে স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬,০৪৭ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিলেন ১৩ হাজারের নিচে। ফের মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত তিনি। আপাতত রয়েছেন হোম আইসোলেশনে।

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৮ হাজার ২৬১ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৮২৬।

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও নতুন করে চিন্তায় ফেলছে রাজধানী দিল্লির করোনা গ্রাফ। একদিনে রাজধানীতে আক্রান্ত প্রায় আড়াই হাজার। প্রাণ হারিয়েছেন সাতজন। মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৮০০জন। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যানও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*