মোহনবাগান ক্লাবের নবনির্মিত তাঁবুর উদ্বোধন করতে এসে তাদের ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এদিন মঞ্চ থেকে সদ্য কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অচিন্ত্য শিউলিকে পাঁচ লক্ষ এবং স্কোয়াশে ব্রোঞ্জ জয়ী সৌরভ ঘোষালকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
বুধবার বিকেলে নবনির্মিত মোহনবাগান তাঁবুর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ১৯৬৪ সালে এই তাঁবুটি নির্মিত হয়। তখন উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যপাল পদ্মজা নাইডু। এদিন ফিতে কেটে তাঁবুর উদ্বোধনের পর ঝাঁ চকচকে নতুন তাঁবু ঘুরে দেখেন মমতা। তার পর ক্লাব লনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।
মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন মোহনবাগানরত্ন পুরস্কার পাওয়া সুব্রত ভট্টাচার্য এবং প্রদীপ চৌধুরি। সচিব দেবাশিস দত্ত, সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, ফুটবল উন্নয়ন সচিব মানস ভট্টাচার্য ছাড়া ছিলেন পাঁচ সহসভাপতি। মঞ্চের সামনে বসে ছিলেন মোহনবাগানের ক্রিকেটার মনোজ তিওয়ারি, যিনি আবার রাজ্যের উপ ক্রীড়ামন্ত্রী। মমতা তাঁকেও মঞ্চে ডেকে নেন। মানস ভট্টাচার্যরা মমতাকে মোহনবাগানের লোগো দেওয়া একটি বল উপহার দেন। মমতা সেটি ছুড়ে দেন দর্শকদের উদ্দেশে।
দেবাশিস এবং সত্যজিৎ মমতাকে ক্লাবের পক্ষ থেকে স্মারক উপহার দেন। তার আগে তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় সবুজ মেরুন উত্তরীয়। নিজের বক্তব্য রাখার সময় মমতা মোহনবাগানকে পঞ্চাশ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন।
Be the first to comment