১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে শান্তিপ্রসাদ-অশোক

Spread the love

নিয়োগ দূর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত। বুধবার এই দুই জনকে গ্রেফতার করেছিল সিবিআই। আজ, বৃহস্পতিবার এই দু’জনকে আলিপুরের সিবিআই আদালতে পেশ করা হয়।

আদালত দুজনকেই ১৭ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। প্রসঙ্গত, সিবিআইয়ের তরফে আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল।

এ দিন আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, স্কুলে নিয়োগের ক্ষেত্রে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ হয়েছে। অনেক প্রভাবশালী এর সঙ্গে যুক্ত রয়েছেন বলেও জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে সিবিআইয়ের আইনজীবী শান্তিপ্রসাদ এবং অশোককে হেফাজতে নেওয়ার জন্য সওয়াল করে জানান, নিয়ম মেনে কোনও নিয়োগ হয়নি।

শান্তিপ্রসাদ সিনহাকে মাথায় বসিয়ে ২০১৯ সালে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করার জন্য পাঁচ সদস্যের এক কমিটি গঠন করে। নিয়োগ দুর্নীতি মামলায় বারবরই কলকাতা হাই কোর্টে উঠে আসে শান্তিপ্রসাদের নাম। হাই কোর্ট বলে, এই পাঁচ সদস্যের কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছিল। শুধু তাই নয়, এই কমিটিই সমস্ত দুর্নীতির মূলে। তারও আগে হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রণজিত বাগের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টেও ওই উপদেষ্টা কমিটির কীর্তিকলাপ সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছিল। বলা হয়েছিল, শান্তিপ্রসাদই দুর্নীতির মূলে। শান্তিপ্রসাদ-সহ কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদের কয়েকজন কর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করারও সুপারিশ করা হয়। আদালতেও তাঁকে ডাকা হয়েছিল।

আদালতের নির্দেশে সিবিআই শান্তিপ্রসাদ এবং অশোককে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকবার। তাঁদের বাড়িতে তল্লাশিও চালানো হয়। অভিযান চলে স্কুল সার্ভিস কমিশনের অফিসেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*