রাত থেকে সকাল গড়িয়ে বেলা হতে চলল। নিজাম প্যালেসের ১৫ তলায় একটি ক্যাম খাটে শুয়ে রয়েছেন অনুব্রত মণ্ডল। নতুন করে তাঁর আর অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন পড়েনি। কিন্তু সিবিআইয়ের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা আগে থেকেই করে রাখা আছে।
যেহেতু অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাই ক্যাম খাটের পাশেই রাখা রয়েছে তাঁর একটি অক্সিজেন সিলিন্ডার। অনুব্রত মণ্ডল নিজাম প্যালেসের ১৫ তলায় যে ঘরে রয়েছেন, সেই ঘরে রয়েছে একটি পুরনো আমলের ক্যাম খাট। ওই খাটেই শুয়ে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।
সেই ঘরে রয়েছে সিসিটিভি ক্যামেরা। ঘরের বাইরে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা এবং সিবিআইয়ের দুজন ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। মূলত অনুব্রত মণ্ডলের ঘরের বাইরে পাহারার কাজে কর্তব্যরত রয়েছেন সিআরপিএফ জওয়ানরা।
এ ছাড়াও দুজন সিবিআই-এর ইন্সপেক্টর ক্রমাগত অনুব্রত মণ্ডলের উপর নজরদারি চালাচ্ছেন। কোনওভাবেই যদি অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই খবর তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং প্রয়োজনমতো ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।
কেষ্ট’গতকাল মাঝরাত থেকে সকাল পর্যন্ত শুয়েই কাটিয়েছেন অনুব্রত মণ্ডল। গতকাল আসানসোল থেকে কলকাতায় আসতে গিয়ে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগে যায়। রাস্তায় একাধিক জায়গায় প্রবল যানজটের মুখে পড়তে হয় সিবিআই-এর কনভয়কে। এরপরে প্রায় রাত পৌনে ৩টে নাগাদ সিবিআই অনুব্রত মণ্ডলকে নিয়ে পৌঁছয় নিজাম প্যালেসে। রাতে অল্প কিছু খাবার দেওয়া হয় তাঁকে এবং তাঁর ওষুধ সময়মতো খাওয়ানো হয় বলে সিবিআই সূত্রে খবর।
এরপর থেকে অনুব্রত মণ্ডল ক্যাম খাটে শুয়েই কাটাচ্ছেন বলে সিপিআই সূত্রের খবর। সূত্রের খবর, গতকালের প্রবল যানজট পেরিয়ে কলকাতায় ঢুকতে প্রায় মাঝরাত হয়ে যাওয়ায় ক্লান্ত রয়েছেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা, প্রত্যেকেই। ফলে সকালটা অনুব্রত মণ্ডলকে বিশ্রাম দেওয়া হলেও দুপুর থেকেই তাঁকে জেরা করা শুরু হবে ৷
Be the first to comment