আপ বিধায়কদের পদ খারিজের সুপারিশ করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Spread the love

২০ জন আপ বিধায়কের পদ খারিজের সুপারিশ করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, একটি সাংবিধানিক সংস্থাকে কখনোই রাজনৈতিক প্রতিহিংসার অঙ্গ হিসেবে ব্যবহার করা যায় না। ২০ জন আপ বিধায়ককে সম্মানীয় নির্বাচন কমিশনার শুনানির কোনও সুযোগই দেননি। এটা প্রকৃত ন্যায়বিচারের নীতির বিপক্ষে।

পাশাপাশি ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং তাঁর সতীর্থদের পাশে প্রবল ভাবে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, শুক্রবারই লাভজনক পদে থাকার অভিযোগকে সবুজ সংকেত দিয়ে ২০ জন আপ বিধায়কের পদ খারিজ করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এদিন রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েও দেয় তারা। রাষ্ট্রপতি সুপারিশ অনুমোদন করলেই বিধায়ক পদ হারাবেন ওই ২০ জন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় আম আদমি পার্টি। তবে সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় অরবিন্দ কেজরিওয়ালকে। আর ঘটনার পরই নিজের টুইটারে ক্ষোভপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*