করোনা থেকে সুস্থ হয়ে ওঠার দু’মাস পর ফের করোনায় আক্রান্ত হলেন সোনিয়া গান্ধী। শনিবার কংগ্রেস সভানেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসার খবর দেন দলের জেনারেল সেক্রেটারি-ইন চার্জ জয়রাম রমেশ। গত জুন মাসে করোনা ধরা পড়েছিল সোনিয়ার। কিছুদিন ভর্তি ছিলেন হাসপাতালে। দ্বিতীয়বার করোনা রিপোর্ট পজিটিভ আসায় সোনিয়া আইসোলেশনে চলে গিয়েছেন বলে জানান জয়রাম।
সোনিয়ার আগে করোনা ধরা পড়ে প্রিয়াঙ্কা। গত ১০ অগাস্ট সকালে টুইটে প্রিয়াঙ্কা গান্ধী জানিয়েছিলেন, তিনি করোনা আক্রান্ত৷ প্রোটোকল মেনে নিয়ে বাড়িতেই নিভৃতবাসে থাকবেন৷ তিনদিন পর সোনিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসার কথা জানান জয়রাম রমেশ৷ শুক্রবারই সোনিয়ার সঙ্গে দেখা করতে তাঁর বাসভবন গিয়েছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ এছাড়া কংগ্রেসের পবন খেরা, অভিষেক মনু সিঙ্ঘভি, মল্লিকার্জুন খাড়গের মতো একাধিক নেতা সোনিয়ার সঙ্গে দেখা করেন৷ তাই কংগ্রেস সভানেত্রীর করোনা আক্রান্তের খবরে কংগ্রেস শিবিরে উদ্বেগ ছড়িয়ে পড়ে৷ যদিও দলের টুইটার হ্যান্ডেল থেকে কংগ্রেস সভানেত্রীর দ্রুত আরোগ্যের কামনা করা হয়েছে৷
গত জুন মাসে প্রথম করোনায় আক্রান্ত হন সোনিয়া৷ কয়েকদিন দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তিও ছিলেন৷ করোনার জন্য ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদে হাজির হতে পারেননি৷ তবে সুস্থ হওয়ার পর তিনবার ইডি দফতরে গিয়ে ইডির অফিসারদের মুখোমুখি হন সোনিয়া৷
Be the first to comment