জেলে যেতে ভয় নেই, কিন্তু সামাজিক সম্মান হারানোর ভয় আছে, বিত্ত-মামলায় মন্তব্য ফিরহাদের

Spread the love

বিত্ত-মামলায় ইডির তদন্তে তৃণমূল ভয় পায় না বলে জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার তিনি বলেন, তদন্তে কোনও ভয় পাচ্ছি না। জেলে যেতেও ভয় নেই। কিন্তু আমাদের সবারই একটা সামাজিক সম্মান রয়েছে। সেই সম্মান হারানোর ভয় আমার পরিবারের মানুষজনকে আতঙ্কে রেখেছে।

২০১৭ সালের একটি জনস্বার্থ মামলায় আবেদনকারীর অভিযোগ ছিল, ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বহুগুণ বেড়েছে কেন, আদালত তা খতিয়ে দেখুক। সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ ওই মামলায় ইডিকে যুক্ত করার নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ১২ সেপ্টেম্বর। 

যে ১৯ জন নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে, তাঁদের মধ্যে ছয় মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, শিউলি সাহা, মলয় ঘটক এবং ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে দাবি করেন, আদালতের নির্দেশে অনেক বাম এবং কংগ্রেস নেতার নামও রয়েছে। কিন্তু বিরোধী নেতারা সেই প্রসঙ্গ বাদ দিয়ে শুধু তৃণমূল নেতা-মন্ত্রীদের কথা বলে অপমান করছেন। তার পরের দিনই ওই দাবি খণ্ডন করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, মামলার অপর একটি আবেদনে তৃণমূলের আইনজীবী অনেকের নাম দিয়েছিলেন। কিন্তু পরে ওই আইনজীবী আর তা নিয়ে অগ্রসর হননি। আদালত আইনজীবী শামিম আহমেদের আবেদনের ভিত্তিতে তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর কথাই বলেছে। তৃণমূল মিথ্যাচার করছে। তিনি আরও বলেন, এক মাসের মধ্যে তৃণমূলকে প্রমাণ করতে হবে, বাম নেতাদের নামও রয়েছে। না হলে আদালত অবমাননার মামলা করা হবে। 

শুক্রবার তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক এবং অরূপ রায় ইডিকে যুক্ত করার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন। শনিবার এ প্রসঙ্গে ফিরহাদ বলেন, যদি মনে হয়, আমরা ন্যায়বিচার পাচ্ছি না, তা হলে তো আমাকে আদালতে যেতেই হবে। আমি সিপিএমের মতো রাস্তায় নেমে বিক্ষোভ দেখাব না। আমি ওদের মতো লালা বাংলা ছেড়ে পালা বলতে পারব না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*