সৌজন্যের নজির, সিপিএমের পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন তৃণমূল বিধায়কের

Spread the love

স্বাধীনতা দিবসে এ এক অনন্য নজির ! সিপিএম পার্টি অফিসে পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক! পান্ডবেশ্বর বিধানসভার নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের কিষান ভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। রাস্তা দিয়ে যাওয়ার পথে হঠাৎই সিপিএম কর্মী-সমর্থকরা বিধায়কের গাড়ি দাঁড় করান। বিধায়ককে জাতীয় পতাকা উত্তোলন করতে বলেন কমিউনিস্ট পার্টি অফিসে। এরপরই সেখানে গিয়ে পতাকা উত্তোলন করেন বিধায়ক।

রাজ্য রাজনীতি অনুব্রত মণ্ডলকে নিয়ে সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের সমীকরণে যথেষ্ট উত্তাপ রয়েছে। এমতাবস্থায় এহেন কার্যক্রম যথেষ্ট চর্চার বিষয় শিল্পাঞ্চলে। এ বিষয়ে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজকের এই শুভ স্বাধীনতা দিবসে কোনও ব্যাপারে রাজনৈতিক রং দেখা উচিত নয়। আমি যেহেতু এই অঞ্চলের বিধায়ক তাই তাঁরা অনুরোধ করেন এবং আমি জাতীয় পতাকা উত্তোলন করি।

পরে অবশ্য খানিকটা রাজনৈতিক আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তৎকালীন জ্যোতি বসুর সরকার রাইটার্স বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করে দিয়েছিলেন। কিন্তু ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর সিপিএম নেতৃত্বকে ফিসফ্রাই খাইয়েছিলেন মমতা।

অন্যদিকে, স্থানীয় সিপিএম নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান কাঞ্চন মুখোপাধ্যায় বলেন, মাননীয় বিধায়ক আমাদের ঘরের মানুষ। এ বিষয়ে কোনও রাজনৈতিক রং দেওয়া উচিত নয়। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও স্বাধীনতা দিবসে আমরা সকলে এক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*