গত ২৪ ঘণ্টায় একধাক্কা অনেকটা কমল রাজ্যের সংক্রমণ

Spread the love

ধীরে ধীরে বাগে আসছে মারণ করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৭০ জন। যা আগের দিনের তুলনায় অনেকটা কম।  তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূন্য। যা নিঃসন্দেহে আশার আলো। 

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ৭৯ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে কলকাতা। আগেরদিনের তুলনায় অনেকটাই কমেছে ওই জেলার সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৯ জন। হুগলি ও বীরভূমে সংক্রমিত যথাক্রমে ১৭ ও ১৫ জন করে। নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ বেশ কিছু জেলায় দৈনিক সংক্রমণ ১০ এর নিচে। বাঁকুড়া, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা শূন্য। পজিটিভিটি রেট ৪.২৯ শতাংশ। 

রাজ্যের কোভিড গ্রাফের দিকে তাকালে দেখা যাচ্ছে, এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫২৯৯। তার মধ্যে মাত্র ১৫১ জন হাসপাতালে। বাকিরা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।  রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২১,০১,৫৪৭। সুস্থ হয়ে উঠেছেন ২১,০২,৭৫৭ জন। মৃতের সংখ্যা ২১,৪২২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৬২৯৪টি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*