নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিসের এই পূর্বাভাসে ফের বৃষ্টির ঘাটতি পূরণের সম্ভাবনায় জল। দক্ষিণবঙ্গে আগামী দু’দিন মুষলধারায় বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তাই অস্বস্তিকর গরম ফিরবে বলে মনে করা হচ্ছে।
আবহওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। বাংলা এবং ওড়িশা উপকূলে যে নিম্নচাপটি অবস্থান করছিল, তা সোমবার থেকে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে চলে গিয়েছে। ফলে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে হালকা ধরনের হবে। সোমবার দিনভর দফায় দফায় বৃষ্টি হলেও বিকেলের পর থেকে আকাশে মেঘের ঘনঘটা নেই।
দক্ষিণের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি পরিস্থিতি একই। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণের জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রার বিশেষ পরিবর্তন উত্তরবঙ্গেও নেই। সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১০.৪ মিলিমিটার। মঙ্গলবার দিনের আকাশ মেঘলা। দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৬ সেলসিয়াস ডিগ্রির আশেপাশে থাকবে।
Be the first to comment