আরও বিপাকে অনুব্রতকন্যা। টেট পাশ না করেও স্কুলে শিক্ষকতা করতেন সুকন্যা মণ্ডল। কলকাতা হাই কোর্টে বীরভূম জেলা তৃণমূল সভাপতির মেয়ের বিরুদ্ধে মামলা আইনজীবী ফিরদৌস শামিমের।
তিনি আরও উল্লেখ করেছেন, স্কুলে যেতেন না সুকন্যা। অভিযোগ, তাঁকে সই করানোর জন্য রেজিস্ট্রার আসত বাড়িতে।
গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে সিবিআই হেফাজতে রয়েছে অনুব্রত মণ্ডল। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল বীরভূমের বোলপুরের কালিকাপুর প্রাইমারি স্কুলের শিক্ষিকা। সেই চাকরি নিয়েই এবার সামনে এল বেনিয়মের অভিযোগ। আইনজীবী ফিরদৌস শামিম বুধবার হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জানান, সুকন্যা টেট পাশ না করেই চাকরি পেয়েছিলেন। সেই সংক্রান্ত নথিও এ দিন আদালতে জমা দিয়েছেন আইনজীবী। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে ববিতা সরকার যে মামলা করেছিলেন, তারও আইনজীবী ছিলে ফিরদৌস শামিম।
পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বাবা প্রভাব খাটানোয় তাঁর নাম উঠে আসে প্যানেলের প্রথমে। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল শাসক দলের আর এক দাপুটে নেতা অনুব্রতস মণ্ডলের। তবে এখনও পর্যন্ত আলাদাভাবে কোনও মামলা হয়নি।
Be the first to comment