বেলাগাম দিলীপ ঘোষ, সৌগত রায়কে ‘জুতোপেটা’ করার নিদান বিজেপি নেতার

Spread the love

ফের বেলাগাম দিলীপ ঘোষ। তৃণমূল সাংসদ সৌগত রায়কে আক্রমণ করতে গিয়ে বিপাকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। তাঁকে ‘জুতোপেটা করা’র হুমকি বিজেপি নেতার। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। ওই মঞ্চ থেকে বিজেপি নেতা সৌগত রায়কে বেনজির আক্রমণ করে বলেন, সৌগত রায় বুড়ো মানুষ। হাঁটতে পারেন না। পিছনে কুকুর ঘেউ করলে ধুতিতে পা জড়িয়ে পড়ে যাবেন। বলছেন চমড়া দিয়ে জুতো বানাবেন। আমি বলছি সাবধানে থাকুন। পিঠের ছাল, কোমরের কাপড় কিছুই থাকবে না ক’ দিন পর। ভাবুন, একটা সত্তর বছরের বুড়ো, অধ্যাপকের এটা নমুনা? আমরা কিছু বললেই বলবে কুকথা বলেছে দিলীপ ঘোষ। পুজো করবে ফুল দিয়ে? জুতোপেটা করা উচিত।

উল্লেখ্য, দিনকয়েক আগে কামারহাটির অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের ‘সব চোর’ বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।” একজন বর্ষীয়ান রাজনীতিক কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বিরোধীরা পালটা সৌগত রায়কে একহাতও নেন। তবে পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন সৌগত রায়।

তবে ক্ষমা চাওয়ার পরেও সৌগত রায়কে এহেন চাঁচাছোলা ভাষায় আক্রমণ মোটেও মানতে পারছে না তৃণমূল। বিজেপি (BJP) নেতার সমালোচনায় সরব ঘাসফুল শিবির। সৌগত রায়ের দাবি, দিলীপ ঘোষের কথায় কোনও উত্তর দিতে আমার রুচিতে বাধে।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বিজেপি নেতাকে একহাত নেন। কোনওদিন কোনও কুকথা বলার পর দিলীপ ঘোষ ক্ষমা চেয়েছেন, সে প্রশ্ন করেন কুণালবাবু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*