প্রয়াত বিশিষ্ট সাংবাদিক সোমা মুখার্জি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Spread the love

পিয়ালি

প্রয়াত হলেন প্রখ্যাত সাংবাদিক সোমা মুখার্জি। ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন সোমা। ১৯৯৫ সালে দ্য স্টেটসম্যানে সাংবাদিক হিসাবে জয়েন করেন সোমা। তাঁর কর্মজীবনে বহু ঘটনার সাক্ষী তিনি। তার আগেই ১৯৯৪ সালে দ্য স্টেটসম্যান রুর‍্যাল রিপোর্টিং অ্যাওয়ার্ড পান তিনি। তাঁর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক ব্যক্ত করেন। তিনি প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির সদস্য।

কলকাতা পুলিশের হেড কোয়ার্টার লালবাজার থেকে তৎকালীন প্রশাসনিক কেন্দ্রবিন্দু মহাকরণ, সবজায়গাতেই অবাধ যাতায়াত ছিল তাঁর। করেছেন বহু এক্সকুসিভ স্টোরি। পরিশ্রমী, সৎ সাংবাদিক সোমা পলিটিক্যাল বিট কভারেজেও ছিলেন সিদ্ধহস্ত। দক্ষিণপন্থী বিশেষ করে তৃণমূল কংগ্রেসের খবর সংগ্রহে অনেক রাত অবধি পরিশ্রম করতেন সোমা। শুধু সাংবাদিক সম্মেলন নয় রাজনৈতিক দলের বিভিন্ন অপ্রকাশিত খবর সংগ্রহেও ব্যস্ত থাকতেন। বেশকিছুদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন। চলত ডায়ালিসিসও। হঠাৎই রক্তক্ষরণ হয় তাঁর, অপারেশনও হয়। কিছুটা সুস্থ হয়ে উঠছিলেন তিনি। তারমধ্যে দুরারোগ্য ক্যানসার রোগে আক্রান্ত হন তিনি। ৯ অগাস্ট ভর্তি হন হাওড়ার নারায়না হাসপাতালে। ১০ তারিখ রোবোটিক সার্জারি হয়। তারপরেও সুস্থ ছিলেন সোমা। আইসিইউতে থাকলেও কথা বলছিলেন মেয়ে ও সহকর্মীদের সঙ্গে।

বৃহস্পতিবার ৮ অগাস্ট বিকেলে ঘটলো ছন্দপতন। প্রায় ৫টা নাগাদ ইহলোকের মায়া কাটিয়ে চলে গেলেন তিনি। রেখে গেলেন কন্যা শ্রেয়া ব্যানার্জি ও অসংখ্য শুভানুধ্যায়ীকে। কলকাতা প্রেস ক্লাবের কোষাধক্ষ সহ বিভিন্ন পদে তাঁর কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন সোমা। সদালাপি, হাসের মুখের সোমাদিকে আর আমরা দেখতে পাব না। মাত্র ৬১ বছর বয়সে চলে গেলেন সোমা। মোবাইলের স্ক্রিনে সোমা মুখার্জি স্টেটসম্যান লেখাটা আর ভেসে উঠবে না। আমাদের সোমা দি হারিয়ে গেলেন নক্ষত্র খচিত আকাশে। যেখানেই থাকো, ভালো থেকো সোমা দি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*