এবার বিস্ফোরক দাবি করলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সোমবার সকালেই তিনি দাবি করেন, বিজেপি থেকে তিনি একটি মেসেজ পেয়েছেন যেখানে বলা হয়েছে সিসোদিয়া যদি আম আদমি পার্টি ভাঙিয়ে বিজেপিতে যোগ দেন, তবে যাবতীয় সিবিআই ও ইডি তদন্ত তুলে নেবে। বিজেপির প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বিজেপিতে যোগ দেওয়ার বদলে আমি নিজের মাথা কেটে ফেলা বেশি পছন্দ করব।
এদিন সকালেই উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া টুইট করে লেখেন, আমার কাছে বিজেপির বার্তা এসেছে- আমি যদি আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিই, তবে সিবিআই-ইডির সমস্ত মামলা বন্ধ করে দেওয়া হবে। বিজেপির উদ্দেশে আমার জবাব- আমি মহারাণা প্রতাপের বংশধর, আমি রাজপুত। আমি মাথা কেটে ফেলব, তবুও দুর্নীতিগ্রস্ত-চক্রান্তকারীদের সামনে মাথা নত করব না। আমার বিরুদ্ধে করা যাবতীয় মামলা মিথ্যা। যা করার করে নিন।
গত সপ্তাহেই শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। ২০২১-২২ সালে দিল্লিতে যে নতুন আবগারি নীতি চালু করা হয়েছিল, সেই নীতিতেই আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক কোটি টাকার বিনিময়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে বেআইনিভাবে মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে।
Be the first to comment