কয়লা কাণ্ডে ইডির হাজিরা এড়ালেন জ্ঞানবন্ত সিং

Spread the love

কয়লা পাচার-কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের আট আইপিএস আধিকারিককে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। সোমবার আইপিএস জ্ঞানবন্ত সিংকে তলব করা হলেও হাজিরা এড়ালেন তিনি। সোমবার সকাল ১১ টায় দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু হাজিরা দেননি তিনি।

এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকে এর আগেও দিল্লিতে তলব করা হয়েছিল। ইডির দফতরে হাজিরাও দিয়েছিলেন তিনি। ইডি সূত্রের খবর, যে সময় কিংপিন লালার নেতৃত্বে কয়লা পাচারের রমরমা ছিল রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে, সেই সময় এডিজি আইনশৃঙ্খলা পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। দায়িত্বে থাকা সত্ত্বেও কী ভাবে তাঁর সময়ে এ ভাবে কয়লা পাচার হত, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

সূত্রের খবর, কয়লাকাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে জেরা করেই জ্ঞানবন্তের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। তারপরই তাঁকে তলব করা হয়েছে। যাঁদের তলব করা হয়েছে, সেই তালিকায় জ্ঞানবন্ত ছাড়াও রয়েছেন আইপিএস শ্যাম সিং, রাজীব মিশ্র, তথাগত বসু, সুকেশ জৈন, ভাস্কর মুখোপাধ্যায়, এস সেলভামুরুগন ও কোটেশ্বর রাও। এদের মধ্যে কেউ সেই সময় ছিলেন ডিআইজি, কেউ আইজি, কেউ পুলিশ সুপার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*