দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেব শনিবার শপথ নিলেন বিচারপতি উদয় উমেশ ললিত। শনিবার রাষ্ট্রপতি ভবনে দেশের প্রধান বিচারপতি পদে তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেও সেই পদে তাঁর মেয়াদ খুব বেশিদিন নয়। আগামী নভেম্বরেই তাঁর অবসর।
তবে দেশের প্রধান বিচারপতি হিসেবে ৭৪ দিনের এই ছোট্ট সফরেই অভাবনীয় কাজ করার বার্তা দিয়েছেন। শুক্রবার প্রধান বিচারপতি পদে শেষ দিন ছিল দেশের প্রাক্তন প্রধান বিচারপতি এন ভি রমণের। তিনি তাঁর বিদায়ী বক্তৃতায় আবেগপ্রবণ হয়ে নিজের জীবনের এক একটি অধ্যায় ভাগ করে নেন সকলের সঙ্গে। প্রধান বিচারপতি পদে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী প্রধান বিচারপতি পদে নয়া বিচারপতির সুপারিশ চেয়ে এন ভি রমণের কাছে চিঠি পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু। সেই চিঠির জবাবে বিচারপতি ইউ ইউ ললিতের নাম প্রস্তাব করেছিলেন এন ভি রমণ। তারপর এন ভি রমণের প্রস্তাবেই সায় দিয়ে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি উদয় উমেশ ললিতের নাম ঘোষণা করা হয় আইন মন্ত্রকের তরফে। এবার আজ সেই পদে শপথ নিলেন বিচারপতি ইউ ইউ ললিত।
এদিকে দেশের প্রধান বিচারপতি নির্বাচনের নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রবীণতম বিচারপতিকেই দেশের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়। এন ভি রমণের পর বিচারপতি ইউ ইউ ললিতই ছিলেন সবচেয়ে প্রবীণ বিচারপতি। তবে এই পদে তার মেয়াদ তিন মাসেরও কম। ৮ নভেম্বরই তার অবসর নেওয়ার পালা।
Be the first to comment