বৈদ্যনাথপুরগ্রাম পঞ্চায়েতে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর

Spread the love

শনিবার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে পথ গ্রন্থাগার ,পুরাতন বস্ত্রদান কক্ষ এবং মহিলা ও শিশু বান্ধব কক্ষের শুভ উদ্বোধন হলো। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলার গ্রামীণ পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার তমোজিত চক্রবর্তী, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি ,পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি, বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জবা সাহা সহ বিশিষ্টরা।

আনুমানিক ৬১ হাজার টাকা ব্যয়ে গ্রন্থাগারের এবং ৪৪ হাজার টাকার শিশুবান্ধব কক্ষ এবং পুরাতন বস্ত্র দান কক্ষটি তৈরি করতে খরচ হয়েছে ৬২ হাজার টাকা। এদিন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, পশ্চিম বর্ধমান জেলার প্রায় ৬২টি গ্রাম পঞ্চায়েতে এভাবেই পথ গ্রন্থাগার তৈরি করা হয়েছে। যার সাহায্যে সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই কৃষ্টি ও সংস্কৃতির দিকে নজর রেখেছেন। আর সেইকারণেই সরকারের এমন উন্নয়নমূলক পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই জানান তিনি।

বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন কাজেই মহিলারা আসতেন এবং তারা একাধিক সমস্যার সম্মুখীন হতেন। সেকথা মাথায় রেখেই এই মহিলা এবং শিশু বান্ধব কক্ষটি তৈরির পরিকল্পনা করে রূপায়িত করা হল। পাশাপাশি পুরানো বস্ত্রদান কক্ষের প্রকল্পটি আগামীদিনে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন অনেক মানুষ লোকলজ্জার কারণে পুরানো বস্ত্র কাউকে দিতে পারেন না। তাই এই কক্ষটিতে এসে তাঁরা নিজেদের পুরানো জামা কাপড় জমা দিতে পারবেন এবং সাধারণ মানুষ প্রয়োজনমতো সেই কক্ষ থেকে জামাকাপড় সংগ্রহ করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*