গ্যালিফ স্ট্রিটের মতো দক্ষিণ কলকাতাতেও বসবে পোষ্যের হাট

Spread the love

পোষ্য রাখুন, পোষ্যের পাশে থাকুন। এই বার্তা নিয়ে উত্তর কলকাতার গ্যালিফ স্ট্রিটে পোষ্যের হাটে হাজির রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, সঙ্গী তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার গ্যালিফ স্ট্রিটের এই হাটে বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই প্রধান অতিথি হিসেবে ছিলেন অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ। আয়োজকরা মন্ত্রীর হাতে তুলে দেন কুকুরছানা, পাখি। গ্যালিফ স্ট্রিটের হাটে এত ধরনের পোষ্য, গাছের সমারোহ দেখে আপ্লুত মন্ত্রী। তাঁর প্রস্তাব, দক্ষিণ কলকাতাতেও এবারের শীতে এরকম পোষ্যের হাট বসুক।

ল্যাব্রডর, লাসা, হাস্কি, পমেরিয়ান – এমনই হাজার প্রজাতির কুকুরছানা। সাদা, কালো, লালচে, ধূসর – নানা রং তাদের শরীরের। একেকজনকে দেখলেই সাধ হয়, তুলে নিয়ে গিয়ে ঘরে রাখার। শুধু কি কুকুরছানাদের সমাগম? মোটেই না। গ্যালিফ স্ট্রিটের এই পোষ্য হাটের যেদিকে চোখ যাবে, সেদিকেই আকর্ষণ। একদিকে সুন্দর সুন্দর পাখির ছানা তো আরেকদিকে রঙিন মাছের সমারোহ। আবার কোনওদিকে নানা রঙের ফুল, ক্যাকটাস, সৌখিন গাছ। তালিকা করলে আর শেষ হবে না।

গ্যালিফ স্ট্রিটের এই পোষ্যের হাট এতটাই জনপ্রিয় যে এনিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই। তবে এই রবিবার সেই জনপ্রিয় হাট একটু আলাদা মাত্রা পেল। বাগবাজার শখের হাট ব্যবসায়ী ওয়েলফেয়ার সমিতির তরফে এদিন আয়োজন করা হয়েছিল বার্ষিক রক্তদান শিবিরের। এমন সাধু উদ্যোগে শামিল হয়েছিলেন অনেকেই। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের হাতে সংস্থার তরফে তুলে দেওয়া হল ল্যাব ও হাস্কি ছানা এবং রঙিন পাখি। তা পেয়ে বেশ খুশি দু’জনই। মঞ্চ থেকে কুণাল ঘোষের আবেদন, ”বাড়িতে কুকুর, অন্য পোষ্য, গাছ, রঙিন মাছ, পাখি রাখুন। যত্ন করুন। এরা অসাধারণ সঙ্গী।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*