রক্ত গাড়িতে লেগে যাওয়ার ভয়ে আহতদের হাসপাতালে নিয়ে গেলো না পুলিশ

Spread the love

রক্তের দাগ লেগে গাড়ির সিট নষ্ট হয়ে যেতে পারে। এই অজুহাতে গুরুতর জখম ২ কিশোরকে নিজেদের গাড়িতে হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করলো উত্তরপ্রদেশ পুলিশ। চিকিৎসার অভাবে রাস্তাতেই পড়ে মৃত্যু হলো ২ কিশোরের। জানা গিয়েছে, মৃতদের নাম নাম অর্পিত খুরানা ও সানি গুপ্তা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরে। ঘটনাটির ভিডিওটি শুক্রবার সামনে আসতেই অভিযুক্ত ৩ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার পরই দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের সাহারানপুরে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় বছর ১৫-র দুই কিশোর। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সঙ্গে থাকা এক আত্মীয় নিজের ফোন থেকে ১০০ ডায়াল করেন। ফোন পাওয়া মাত্রই সেখানে হাজির হয় এক পুলিশ ভ্যান। কিন্তু রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দুই কিশোরকে গাড়িতে তুলতে অস্বীকার করেন কর্তব্যরত কনস্টেবল ইন্দরপাল সিং, পঙ্কজ কুমার ও মনোজ কুমার। তাদের সাফাই, দামি গাড়িতে রক্তের দাগ লেগে যাবে। আহত কিশোরদের আত্মীয় তাদের বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ। এরপর সাহারানপুর পুলিশের অন্য একটি গাড়ি সেখানে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তা অনেক দেরি হয়ে যায়। রাস্তাতেই মৃত্যু হয় তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, অর্পিত ও সানি যখন বাইকে চেপে বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশের একটি লাইট পোস্টের সঙ্গে তাদের ধাক্কা লাগে। অর্পিত ও সানি ছিটকে গিয়ে নর্দমায় পড়ে গুরুতর জখম হয়। এদিকে অর্পিতের বাবা রাকেশ খুরানা বলেন, ওই পুলিশকর্মীরা যদি সামান্য মানবিকতার পরিচয় দিতেন, তবে আমার ছেলে বেঁচে যেত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*