১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আদালতে পেশ করা হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে। এ দিন ভার্চুয়ালি হাজির করা হয় তাঁদের। অর্থাৎ জেলে বসেই ভার্চুয়াল মাধ্যমে হাজিরা দিচ্ছেন তাঁরা। জেল কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার স্বার্থেই তাঁদের ভার্চুয়ালি হাজির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু জেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে তাঁর মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলে আদালতে দাবি করলেন পার্থ। তাঁর আইনজীবী জানান, সশরীরের হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। শুধু পার্থ নয়, একই অনুরোধ করেছেন দুর্নীতি মামলায় অপর অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবীও।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রথম দিকে সবকটি শুনানিতেই আদালতে উপস্থিত ছিলেন পার্থ ও অর্পিতা। গত ১৮ অগস্ট যখন পার্থ ও অর্পিতার মামলার শুনানি ছিল, সেই সময় আদালতে পৌঁছে পার্থ বলেছিলেন, সময়ে সব কিছু প্রমাণ হবে। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, ‘কেউ রেহাই পাবে না।’ এরপর গত ২৩ অগস্ট জেল কর্তৃপক্ষের আর্জি মঞ্জুর করে আদালত। নিরাপত্তার স্বার্থে প্রাক্তন মন্ত্রীর ভার্চুয়াল হাজিরার আবেদন জানিয়েছিল জেল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশ মতো বুধবার জেল থেকে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু শুনানির শুরুতেই সশরীরে হাজিরার আবেদন জানান, পার্থর আইনজীবী। এ দিন অর্পিতার আইনজীবী জামিনের আবেদন জানাননি। তাঁর দাবি, পরের বার সশরীরে হাজির হতে চান তাঁর মক্কেল।
উল্লেখ্য, ইডি হেফাজতে থাকাকালীন স্বাস্থ্য পরীক্ষার জন্য যখন পার্থ ও অর্পিতাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় এক মহিলা জুতো ছুড়ে মারেন পার্থকে। ওই ঘটনার পর প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। তবে তারপরও আদালতে নিয়ে যাওয়া হয়েছে পার্থকে।
Be the first to comment