জম্মুতে নতুন ইনিংস শুরু করলেন আজাদ, ঠিক হল না দলের নাম

Spread the love

রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে কংগ্রেস ছেড়ে দিয়েছেন গুলাম নবি আজ়াদ। তার এক সপ্তাহ পরে, জম্মুতে সমাবেশ করে নতুন রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন সদ্য প্রাক্তন কংগ্রেস নেতা। তবে, তাঁর নতুন রাজনৈতিক দলের কোনও নাম এখনও ঠিক করতে পারেননি তিনি। জম্মুর সৈনিক গ্রাউন্ডের সমাবেশে তাঁর সমর্থকদের উদ্দেশে আজাদ জানিয়েছেন, তিনি জম্মু ও কাশ্মীরের জনগণের সঙ্গে আছেন।

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, আমি এখনও আমার দলের জন্য নাম নিয়ে কোনও সিদ্ধান্ত নিইনি। জম্মু ও কাশ্মীরের জনগণই দলের নাম এবং পতাকা ঠিক করবে। আমি আমার পার্টিকে একটি হিন্দুস্তানি নাম দেব যা সবাই বুঝতে পারবে।

২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গুলাম নবি আজ়াদ। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গত সপ্তাহেই জানিয়েছিলেন, শীঘ্রই তিনি একটি নতুন রাজনৈতিক দল চালু করবেন। তিনি আরও জানিয়েছিলেন প্রাথমিকভাবে তাঁর দল হবে জম্মু ও কাশ্মীর ভিত্তিক। চলতি বছরেই জম্মু ও কাশ্মীরে নির্বাচন হওয়ার কথা। সেখানে দলের প্রথম শাখা খোলা হবে বলে জানিয়েছিলেন ৭৩ বছরের গুলাম নবি আজ়াদ। পরে দলের জাতীয় সম্ভাবনা যাচাই করবেন বলে জানিয়েছিলেন তিনি।

আজ়াদের নতুন রাজনৈতিক দল বিজেপি কিংবা ন্যাশনাল কনফারেন্স বা পিডিপি মতো জম্মু ও কাশ্মীরের মূলধারার দলগুলির সঙ্গে জোট বেঁধে লড়াই করবে বলে মনে করা হচ্ছে। তবে আজ়াদ ইতিমধ্যেই জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোট গড়ার কোনও প্রশ্নই নেই। তাঁর মতে তাতে বিজেপিও উপকৃত হবে না, তিনি নিজেও কোনও উপকার পাবেন না। এর আগে তাঁকে উপত্যকার কংগ্রেসের প্রচার দলের প্রধান করা হয়েছিল।

তবে, তার কোনও পরামর্শই গ্রহণ করা হয় না বলে, সেই পদ প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তার কয়েক দিন পরই কংগ্রেসের প্রাথমিক পদও ছেড়ে দেন তিনি। তিনি দল ছাড়ার পরই কংগ্রেসের জম্মু ও কাশ্মীর শাখায় দলত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তারা চাঁদ-সহ প্রায় ৬৪ জন নেতা দল ছেড়ে আজ়াদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*