পথ দূর্ঘটনায় প্রয়াত সাইরাস মিস্ত্রি; শোকপ্রকাশ মোদী, মমতা, রাহুলের

Spread the love

পথ দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী পরিবারের সন্তান সাইরাস মিস্ত্রি। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে রবিবার এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায়েই অকালে চলে গেলেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান। পালঘরের পুলিশ সুপার সূত্রে জানা গিয়েছে, পালঘরের চারোটিতে সূর্য নদীর উপর এই ঘটনা ঘটেছে। আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। পথেই ঘটে বিপত্তি। একটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। এই দুর্ঘটনায় প্রাণ হারান সাইরাস। আহত হয়েছেন আরও দুই জন। আহতদের গুজরাটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুজরাটের আহমেদাবাদ থেকে মুম্বইয়ে ফিরছিলেন সাইরাস মিস্ত্রি। একটি ধূসর রঙের মার্সিডিস গাড়িতে চড়েই ফিরছিলেন তিনি। তিনি ছাড়াও গাড়িতে চালক সহ আরও তিনজন ছিলেন। মাঝে পথেই সম্মুখীন হলেন বড় দুর্ঘটনার। দুপুর ৩ টে ১৫ থেকে ৩ টে ৩০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুম্বই থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চারোটি এলাকার ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় তাঁর ধূসর রঙের মার্সিডিস। সেখানেই মৃত্যু হয় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের। মারা গিয়েছেন গাড়ির চালকও। বাকি আরও দু’জন আহত হয়েছেন। গুজরাটের হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গিয়েছে, রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে তাঁর মার্সিডিস। আর ৫৪ বছর বয়সেই জীবন থেমে গেল গাড়ির মালিকের।

এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনসিপি নেতা তথা শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে। নরেন্দ্র মোদী টুইটে লেখেন, ‘শ্রী সাইরাস মিস্ত্রির অকাল মৃত্যু মর্মান্তিক। দক্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক দক্ষতায় বিশ্বাস করতেন। তাঁর মৃত্যু বাণিজ্য ও শিল্প জগতের জন্য বড় ক্ষতি। তাঁর পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমার সমবেদনা। তাঁর আত্মার শান্তি কামনা করি।

সুপ্রিয়া সুলে টুইটে লেখেন, ‘খুব দুর্ভাগ্যজনক খবর। আমার ভাই সাইরাস মিস্ত্রি মারা গেছেন। বিশ্বাস করতে পারছি না।’

এদিকে টুইটে সমবেদনা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ও। তিনি লেখেন, সাইরাস মিস্ত্রির অসময়ে চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, এই বড় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাঁরা যেন শক্তি পান। তাঁর আত্মার শান্তি কামনা করি।

টুইট করেছেন রাহুল গান্ধীও। তিনি টুইটে লেখেন, টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর দুঃখজনক খবরে মর্মাহত। ভারতের প্রবৃদ্ধিতে যেসব উজ্জ্বল ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*