দেশজুড়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে কংগ্রেসের তরফে। ৭ সেপ্টেম্বর কন্য়াকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগে রবিবার রাজধানীর অলিন্দে কংগ্রেসের হাল্লা বোল কর্মসূচি পালন করা হচ্ছে। দেশে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদের জন্যই এই কর্মসূচি করা হচ্ছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেসের একাধিক নেতা। তবে এই কর্মসূচিতে দেখা যায়নি বেশ কয়েকজন জি২৩ নেতাকে। তবে গান্ধী পরিবারের মধ্যেও এদিন উপস্থিত ছিলেন একমাত্র রাহুল গান্ধী।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ কংগ্রেসের একাধিক নেতা এদিন বক্তব্য রাখেন। শেষে ভাষণ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এদিন বলেন, কেন্দ্রে বিজেপি ক্ষমতা আসার পর থেকেই দেশে ঘৃণা ও ক্রোধ বেড়েই চলেছে। ভয়ের একটি রূপ হল ঘৃণা। যাঁদের মনে ভয় তৈরি হয় তাঁদেরই ঘৃণা তৈরি হয়। ভারতে ভয় বেড়েই চলেছে। ভবিষ্যতের ভয়, মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে ভয় বেড়েই চলেছে। এই কারণেই ভারতে ঘৃণা বাড়ছে। এই ঘৃণার কারণে দেশ আরও দুর্বল হয়ে যায়।
রাহুল বলেন, বিজেপি ও আরএসএস নেতারা দেশকে ভেঙে দেয়। এবং জেনে শুনে ভয়ের বাতাবরণ সৃষ্টি করে। মানুষকে ভয় দেখায় এবং ঘৃণা তৈরি করে মানুষের মনে। এই ভয় ও ঘৃণার সুবিধা ভারতের দুই উদ্যোগতি নিচ্ছেন। এয়ারপোর্ট, পোর্ট, সড়ক, ফোন, তেল- সবকিছু এই দুই ব্যক্তির কাছেই যাচ্ছে।
তিনি আরও জানান, নরেন্দ্র মোদী নোটবন্দী করেছিলেন। তাতে কি গরিবদের কোনও সুবিধা হয়েছিল? গরিবদের পকেট থেকে পয়সা গিয়েছিল। তাঁদের বলা হয়েছিল, কালো টাকার বিরুদ্ধে লড়াই। দেশের বহু উদ্যোগপতিদের ঋণ মকুব করে দেওয়া হয়েছিল। কিন্তু কৃষকদের ঋণ মকুব করা হয় না। কৃষকদের বিরুদ্ধে তিনটি কালো কৃষি আইন আনব আর বলব এই আইন কৃষকদের লাভের জন্য আনা হয়েছে। যদি তা কৃষকদের ভালোর জন্যই নিয়ে আসা হয় তাহলে দেশের সব কৃষকরা এর বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলেন? পথে নেমে আপনার বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলেন তাঁরা? কারণ এই তিন আইন কৃষকদের জন্য ছিল না। ওই দুই উদ্যোগপতির জন্য ছিল। ভারতের কৃষকরা তা খুব ভালভাবেই বুঝে গিয়েছিলেন। তাই ভারতের কৃষকরা এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। নরেন্দ্র মোদীজিকে নিজেদের শক্তি দেখিয়ে দিয়েছেন তাঁরা। আর নরেন্দ্র মোদীজি যেদিন বুঝেছিলেন, দেশের কৃষকরা তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেখানেই তিনি এই আইন প্রত্যাহার করে নেন।
Be the first to comment