ভয়াবহ অগ্নিকাণ্ড হোটেলে, ভিতরে আটকে কমপক্ষে ৩৫ জন

Spread the love

সপ্তাহের শুরুতেই ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সকালেই উত্তর প্রদেশের লখনউয়ে একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। জানা গিয়েছে, লখনউয়ের হজ়রতগঞ্জের হোটেল লেভানা থেকে এদিন সকালে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই হোটেলের ভিতর থেকে চিৎকার করে জানানো হয় যে, ভিতরে আগুন লেগেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় ঘণ্টা খানেকেরও বেশি সময় ধরে চলছে আগুন নেভানোর চেষ্টা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালেই লখনউয়ের লেভানা হোটেলে আগুন লাগে। গলগল করে বের হতে থাকে সাদা ধোঁয়া। হোটেলের ভিতরও সম্পূর্ণভাবে ধোঁয়ায় ভরে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিশাল দমকল বাহিনী। হোটেলের ভিতরে কমপক্ষে ৩৫ থেকে ৪০ জন অতিথি আটকে রয়েছেন বলেই মনে করা হচ্ছে। তাদের উদ্ধার করার জন্য কাচ ভাঙার চেষ্টা করা হচ্ছে। ভিতরে বিষাক্ত ধোঁয়া ভরে গিয়েছে। তিনটি অ্যাম্বুলেন্সও আনা হয়েছে। উদ্ধারকাজে সাহায্য করতে ডাকা হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। হোটেলের ভিতরে প্রবেশের জন্য দমকল ও এসডিআরএফ বাহিনী বিশেষ অক্সিজেন মাস্ক ব্যবহার করছেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি জেলা আধিকারিকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং আহতদের যাতে দ্রুত ও যথাযথ চিকিৎসা হয়, তার ব্যবস্থা করতে বলা হয়েছে। দ্রুত যাতে উদ্ধারকাজ শেষ করা হয়, তার নির্দেশও দিয়েছেন তিনি।

লখনউয়ের জেলাশাসক বলেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। হোটেলের ৩০ টি রুমের মধ্যে ১৮টিতেই অতিথিরা ছিলেন। মনে করা হচ্ছে কমপক্ষে ৩৫ থেকে ৪০ জন হোটেলের ভিতরে আটকে রয়েছেন। এখনও অবধি ১০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।”

দমকল বিভাগের ডিজি অবিনাশ চন্দ্রও বলেন, “হোটেলের রুমগুলি ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে, সেই কারণে ঢুকতে সমস্যা হচ্ছে। কাঁচের জানালা ভাঙা ও গ্রিল কাটার কাজ শুরু করা হয়েছে। এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি। দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দু-একটি রুম থেকে কোনও সাড়াশব্দ মিলছে না। ওই রুমগুলিতে ঢোকার চেষ্টা করা হচ্ছে।”

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও টুইট করে জানিয়েছেন তিনি স্থানীয় প্রশাসনের কাছ থেকে গোটা বিষয়টির খোঁজ-খবর নিচ্ছেন। উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*