২ জন শিক্ষক আর ১২০ জন পড়ুয়া, তামিলনাড়ুর স্কুলে চরম বিশৃঙ্খলা

Spread the love

১ জন শিক্ষক আর ১ জন প্রধান শিক্ষক। আর ছাত্রছাত্রীদের সংখ্যা ১২০ জনেরও বেশী। তাতেই দিব্যি চলছে স্কুল। প্রতিবছর মাইনের টাকা গুনে গুলে নেওয়া ছাড়া হয়নি আর কোনও উন্নয়ণ। অভিবাবকদের শুধু মিলেছে সান্তনা। হ্যাঁ এমনই ঘটনা ঘটে চলেছে কোয়েম্বাটুরের এক সরকারী স্কুলে। শনিবার স্কুল পড়ুয়াদের অভিবাবকরা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরেই এই অচলাবস্থা চলছে। প্রধান শিক্ষককে বহুবার জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। দিনদিন স্কুলের অবস্থা আরও খারাপ হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা।

প্রসঙ্গত, প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা আছে স্কুলে। কিন্তু শিক্ষক সংখ্যা মাত্র ২। আর যার জেরেই স্কুলে গেলে বেশীরভাগ দিন বন্ধ থাকে পড়াশুনো। ২টি ক্লাসে এক সময়ে দুজন শিক্ষক ক্লাস নিতে গেলেই অপর ক্লাস গুলিতে তখন খেলাধুলার আমেজ। আর ঘটনার জেরেই শনিবার স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিবাবকরা। পরে প্রধান শিক্ষকের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*