রাহুলের সঙ্গে সাক্ষাৎ নীতীশের

Spread the love

একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি নিয়ে দিল্লি সফরে এসে সোমবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার রাহুলের তুঘলক রোডের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী ঐক্যে শান দিতেই রাহুলের সঙ্গে নীতীশের এই সাক্ষাৎ।

জানা গিয়েছে, ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। বৈঠক শেষে নীতীশ জানিয়েছেন শীর্ষপদে বসার কোনও বাসনা তাঁর নেই।

সাংবাদিকদের নীতীশ বলেন, “ক্রমাগত আঞ্চলিক দলগুলিকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে আমি বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে চাই। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরার কোনও ইচ্ছা আমার নেই।” বিহারে বিজেপির হাত ছেড়ে আরজেডি, কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের সময় থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নীতীশের নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নীতীশ জানিয়েছেন, অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে তাঁর দেখা করার পরিকল্পনা রয়েছে। তাঁর মতে সমমনভাবাপন্ন সব বিরোধী দলগুলিকে এক ছাতার তলার নিচে আসা অন্যতম বড় চ্যালেঞ্জ। বেশ কয়েকজন বিরোধী নেতার সঙ্গে দেখা করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। তারমধ্যে প্রথমেই রয়েছে আম আদমি পার্টি প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের নাম। ২০১৯ সালে বিরোধী জোটের বিরোধিতা করেছিল আম আদমি পার্টি। এছাড়া জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন নীতীশ। এমনকী সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গেও তাঁর দেখা হতে পারে বলেই জানা গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করতে খুব শীঘ্রই মহারাষ্ট্র, হরিয়ানা ও কর্নাটক সফরেও যেতে পারেন নীতীশ। গত সপ্তাহেই তেলঙ্গানা গিয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেছেন নীতীশ। রাও বরাবর কংগ্রেস ও বিজেপির থেকে সমদূরত্ব বজায় রাখার নীতি নিয়ে চললেও সম্প্রতি তিনি নিজের অবস্থান বদলে নতুন করে ভাবার ইঙ্গিত দিয়েছেন। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*