পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সাংগঠনিক রদবদল করল বিজেপি। পশ্চিমবঙ্গের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে মঙ্গল পাণ্ডেকে। তাঁর সহকারি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত মালব্য এবং আশা লাকরাকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, হরিয়ানা, কেরল, মধ্য প্রদেশ, পঞ্জাব, তেলঙ্গানা, ত্রিপুরা, রাজস্থানের সংগঠনেও দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নেতাদের।
পশ্চিমবঙ্গের দায়িত্ব পাওয়া মঙ্গল পাণ্ডে বিহার বিজেপির পরিচিত মুখ। এনডিএ শাসনকালে নীতিশ কুমারের ক্যাবিনেটের স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন তিনি। বিহার বিধানসভা পারিষদের সদস্য তিনি। ২০১৭ সালে হিমাচল প্রদেশের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত বিহার বিজেপি-র প্রেসিডেন্ট ছিলেন তিনি। বিহারে বিজেপির আসন বাড়াতে মঙ্গলের উল্লেখযোগ্য অবদান ছিল বলে মত রাজনৈতিক শিবিরের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনের মধ্য়ে ৩১টি আসনে জেতে এনডিএ। সেই মঙ্গলের হাতেই গেল পশ্চিমবঙ্গের সাংগঠনিক দায়িত্ব।
মঙ্গলের পাশাপাশি আশা লাকরাকেও সংগঠনের সহকারি দায়িত্বপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দিয়েছে বিজেপি। আশা রাঁচীর ২ বারের মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তাঁকে জাতীয় সম্পাদকের দায়িত্ব দেয় বিজেপি।
যে সকল রাজ্যে বিজেপি এখন ক্ষমতায় নেই, বা সম্প্রতি ক্ষমতা হারিয়েছে, মূলত সেই সব রাজ্যগুলিতেই সংগঠনে বদল আনা হল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। সেই নির্বাচনের প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারই অঙ্গ হিসাবে বিভিন্ন রাজ্যে এই রদবদল করা হল।
Be the first to comment