বিজেপির নবান্ন অভিযানে খরচ ১১ কোটি, অভিযোগ তৃণমূলের

Spread the love

আগামী মঙ্গলবারের নবান্ন অভিযান সফল করতে ১১ কোটি টাকা খরচ করছে রাজ্য বিজেপি! এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ্য বিজেপির বহু ঢক্কানিনাদিত নবান্ন অভিযান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-য়। যেখানে রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় একটি সুত্রকে উল্লেখ করে দাবি করা হয়েছে মিছিলে লোক জোটাতে ট্রেন ও গাড়ি ভাড়া, কর্মীদের থাকা খাওয়া ও নগদ উপঢৌকন ইত্যাদি বাবদ মোট ১১ কোটি সাত লক্ষ টাকা খরচ করা বিজেপি নেতৃত্ব। যে খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, বিপুল পরিমাণ এই অর্থের মধ্যে দিল্লির অবদান খুবই নগন্য। এই সংবাদের সূত্র হিসাবে উল্লেখ করা হয়েছে রাজ্য বিজেপির এক ‘প্রথম সারির নেতাকে। যাঁর কথায়, ‘দিল্লি থেকে যে অর্থ এসেছে, তার নামমাত্র কাজে লেগেছে। কিছু দলবদলু নেতার নেতৃত্বে প্রচুর অর্থ উঠেছে।’

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজ্য বিজেপির এক নেতা শনিবার জানিয়েছেন, সত্যি কথা বলতে কী, এটাকে রাজসূয় যজ্ঞ বললেও কম বলা হবে। কর্মসূচি সফল করতে কার্যত টাকার শ্রাদ্ধ হচ্ছে। সমস্ত খরচ হিসাব করলে টাকার অঙ্কটা ১১ কোটি পেরিয়ে যাবে।’

রাজনৌতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস মুখপত্রের দাবি যদি সত্যি হয়ে থাকে, তবে রাজ্য বিজেপির মঙ্গলবারের নবান্ন অভিযান সাম্প্রতিককালে বাংলার মাটিতে মহার্ঘতম রাজনৈতিক কর্মসূচি। যদিও, ‘জাগো বাংলা’-র এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির অন্যতম নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য এপ্রসঙ্গে বলেছেন, “তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের অর্থনীতিকে খাটের নিচে নিয়ে গিয়েছে! রাজ্যের উন্নয়ন এখন মশারির ভিতরে ঢুকে পড়েছে। তাই বাংলার মানুষ তৃণমূলের হিসাবকে আর গুরুত্ব দেয় না।”

জাগো বাংলায় প্রকাশিত খবরে নবান্ন অভিযানের খরচের যে হিসাব দেওয়া হয়েছে, সে অনুযায়ী সাতটি ট্রেন ভাড়া করতে লাগছে ২.৮৪ কোটি টাকা, অভিযানের দিন কর্মীদের প্রাতরাশ থেকে নৈশাহার পর্যন্ত খরচ ২.১৭ কোটি টাকা, বাস-ট্রাক ইত্যাদি গাড়ি ভাড়া বাবদ ১.৯২ কোটি, সোমবার রাতে খাওয়া, থাকা ও পোস্টার-ব্যানার বাবদ খরচ যথাক্রমে ৭৩ লক্ষ, ৬৭ লক্ষ ও ৪০ লক্ষ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*