রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন ক্ষেত্রে বাংলা এগিয়ে, সেই কথা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই মুখ্যমন্ত্রী জানান, তিন দিন আগে আরও একটি পালক যুক্ত হয়েছে রাজ্যের মুকুটে। গোটা বিশ্বের মধ্যে কালচারাল ট্যুরিজ়ম ডেস্টিনেশনে প্রথম বাংলা। ২৩ মার্চ বার্লিনে এর জন্য পুরস্কার দেওয়া হবে। আর সেই পুরস্কার নেওয়ার জন্য বার্লিনে যেতে পারেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এই কথা নিজেই জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “সুযোগ পেলে এটা আমি নিজে হাতেই নিতে যাব। কারণ, গর্ব করার ব্যাপার থাকলেই আমি যাই। তাছাড়া যাই না।”
উল্লেখ্য, এই বিষয়টি নিয়ে আগেই টুইটারে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, “রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড ট্যুরিজ়ম অর্গানাইজ়েশনের অধীনে থাকা প্যাসিফিক এরিয়া ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের তরফে পশ্চিমবঙ্গকে ‘বেস্ট ডেস্টিনেশন ফর কালচার’-এর জন্য ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাওয়ার্ড ২০২৩-এ সম্মানিত করবে। গোটা বিশ্বের সাংস্কৃতিক মানচিত্রে বাংলা নিজের পদচিহ্ন স্পষ্ট করল।”
এর পাশাপাশি বাংলার পর্যটন শিল্পকে কীভাবে আরও উন্নত করা যায়, সেই নিয়ে আরও কিছু বার্তা শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। শোনালেন হোম ট্যুরিজ়মের কথাও। বললেন, “ধরো তোমার বাড়িতে দুটি ঘর আছে। আমরা এক লাখ টাকা দিচ্ছি, একটা টিভি কিনে দিচ্ছি, একটা বেড কিনে দিচ্ছি, একটা বায়ো টয়লেট করে দিচ্ছি। ফলে কোনও পর্যটক এলে তোমার বাড়িতে অতিথি হিসেবে রাখতেই পার। তোমরা যা খাবে, তাঁরাও তাই খাবেন। সেখান থেকে যে ভাড়া পাবে, সেটা তোমার আয়।”
Be the first to comment