উর্দিতে আগুন, দাউ দাউ করে জ্বলল পুলিশের গাড়ি

Spread the love

পুলিশের পিসিআর ভ্যান, পুলিশের টুপিতে আগুন ধরাল বিক্ষোভরত বিজেপি কর্মীরা। নজিরবিহীন ঘটনা ঘটল এমজি রোডে। পুলিশের গাড়ির ওপর উঠে বেপরোয়া দাপাদাপি করলেন উন্মত্ত বিজেপি কর্মীরা। দাউ দাউ করে জ্বলতে থাকে পুলিশের পিসিআর ভ্যান। আগুন নেভানে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বিজেপি-র নবান্ন অভিযান মোড় ঘুরিয়ে দিল এমজি রোড। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেখানে।

বিজেপি-র নবান্ন অভিযান একটা সময়ের পর কার্যত নবান্ন অভিযানে পরিণত হয়। পুুলিশ বনাম বিজেপি কর্মীদের একটা নজিরবিহীন চিত্র ধরা পড়ে এমজি রোডে। বেলা তিনটের পর থেকে ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে এমজি রোড। বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, তা হঠানোর চেষ্টা করতে থাকেন পুলিশ কর্মীরা। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের দিতে তেড়ে যেতেও দেখা যায়। এমন একটা সময় বেলা সাড়ে তিনটের সময়ে এম জি রোডের ধারে দাঁড়িয়ে ছিল পুলিশের পিসিআর ভ্যান।

সেই ভ্যানটিতে আগেই ভাঙচুর চালিয়েছিলেন বিজেপির উত্তেজিত কর্মীরা। এক কর্মী গাড়ির ছাদে উঠে লাফালাফি করতে থাকেন। দেখা যায়, কয়েকজন বিজেপি কর্মী গাড়ির স্টিয়ারিংয়ে কাপড় পেঁচিয়ে আগুন ধরিয়ে দেন। গাড়ির মধ্যেই রাখা ছিল পুলিশের টুপি। কয়েকজন যুবক কলকাতা পুলিশের সেই টুপিতেই আগুন ধরিয়ে দেন। একই সময়ে পুলিশের গাড়িতে পেট্রল ঢালতে থাকেন কয়েকজন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।

ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এলাকায়। গোটা এলাকা ব্যবসায়ী মহল্লা। দোকানিরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে থাকেন। ঘিঞ্জি এলাকায় দাহ্য পদার্থ মজুত ছিল প্রচুর। যে কোনও সময়েই বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতেই পারত। জরুরি ভিত্তিতে সেখানে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*