মেদিনীপুর: জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পূর্ব মেদিনীপুরে দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে সকাল এগারোটায় বের হবেন তিনি। এরপর পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক সেরে বিকেলে ফের ড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন নির্মীয়মাণ মাঠেই করবেন সভা।
সূত্রের খবর, নিমতৌড়িতে দুপুর দু’টোর সময় রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক। সেখানে একাধিক প্রকল্পের উদ্ধোধন করার কথা রয়েছে তাঁর। এরপর যোগ দেবেন জেলা পরিষদের অনুষ্ঠানে। সেখানে সভাপতির নাম ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে দিঘার সৈকত সুন্দরী প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এরপর তমলুক মেডিক্যাল কলেজের উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী।
গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন তিনেকের জেলা সফর রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফরের জেরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা জেলা। গতকাল মেদিনীপুর পৌঁছতেই খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় প্রায় দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন মমতা। এরপর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম ঘোষণাও করেন তিনি। সেই মোতাবেক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি নির্বাচিত হন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক।
জেলা পরিষদের সভাধিপতি হওয়ার দৌঁড়ে ছিলেন তিন জন। সম্ভাব্য পদের তালিকায় ছিলেন সোমনাথ বেরা (তমলুক থেকে জেলা পরিষদের সদস্য, মৎস্য কর্মাধ্যক্ষ ), উত্তম বারিক (জেলা পরিষদের সদস্য, পটাশপুরের বিধায়ক) এবং শাহজাহান আলি (ময়নার জেলা পরিষদের সদস্য, কৃষি কর্মাধ্যক্ষ)।
শেষ পর্যন্ত আগামী পঞ্চায়েত পর্যন্ত জেলা পরিষদের সদস্য হিসেবে বেছে নেওয়া হয়েছে উত্তম বারিককে। উত্তম বারিক দীর্ঘদিনের জেলা পরিষদের সদস্য। পরবর্তীতে পটাশপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ সালে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। জয়ী হয়ে বিধায়কও হন। এবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি করা হল উত্তম বারিককে।
Be the first to comment