একদিকে যখন তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা, তার মধ্যেই কয়লা পাচার মামলায় তৎপর হয়েছে সিআইডি। ইতিমধ্যেই, বেশ কয়েক জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আর এবার তলব করা হল বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে। আগামিকাল, শুক্রবার তাঁকে তলব করা হয়েছে ভবানী ভবনে।
বারিক বিশ্বাস সহ বেশ কয়েকজমকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। তাঁদের জেরা করে পাচার সম্পর্কিত তথ্য জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। তাঁদের মধ্যে কারও কারও মুখে জিতেন্দ্র তিওয়ারির নাম শোনা গিয়েছে বলে সূত্রের খবর। তার ভিত্তিতেই বিজেপি নেতাকে নোটিস দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে আসানসোলের দাপুটে নেতা হিসেবে পরিচিত জিতেন্দ্র, মেয়রও ছিলেন। আর যেহেতু আসানসোল সহ পশ্চিমের ওই সব এলাকাগুলোতেই মূলত কয়লা পাচারের অভিযোগ উঠেছিল, তাই সে ক্ষেত্রে জিতেন্দ্রর কী ভূমিকা ছিল, সেটা খতিয়ে দেখতে চায় সিআইডি।
কিছুদিন আগেই কয়লা পাচার মামলায় একাধিক পুলিশ কর্মীকে তলব করা হয়েছিল ভবানী ভবনে। আসানসোলের খনি অঞ্চলের তিনটি থানার একাধিক ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরকে তলব করে সিআইডি।
অন্যদিকে এই মামলার তদন্তে তৎপর সিবিআই ও ইডি। নজরে রয়েছেন শাসক দলের একাধিক নেতা। এই মামলায় তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও। কয়েকদিন আগে মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। অন্যদিকে দুবার ও দিল্লিতে ও একবার কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। এ ছাড়া একাধিক আইপিএস-কে তলব করা হয়েছিল দিল্লিতে।
Be the first to comment