ডেঙ্গি আক্রান্ত কলকাতার পুলিশ কমিশনার

Spread the love

গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন কলকাতার নগরপাল বিনীত গোয়েল। পরীক্ষা করার পর জানা গিয়েছে তিনি ডেঙ্গি আক্রান্ত। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বুধবার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না।

জানা গিয়েছে, গত ১২ সেপ্টেম্বর থেকে জ্বরে ভুগছিলেন আইপিএস বিনীত গোয়েল। প্রথমে বাড়ি থেকে কাজ করছিলেন তিনি। পরে ডেঙ্গি পরীক্ষা করানোর পর হাসপাতালে ভর্তি হন। তাঁর অবস্থা স্থিতিশীল, তবে নজর রাখছেন চিকিৎসকেরা।

ডেঙ্গি ছড়িয়ে পড়ছে একাধিক জেলায়। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের অন্তর্গত ১১ টি গ্রাম পঞ্চায়েতে ছড়িয়েছে ডেঙ্গি। আটজনের রক্তে ডেঙ্গি সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। বিশেষ করে বজবজ ২ নম্বর ব্লকের কামরা গ্রাম পঞ্চায়েত এবং ইতালি গ্রামে বেশ কিছুদিন ধরেই অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছেন। এলাকাবাসী রীতিমতো আতঙ্কে রয়েছেন। বজবজ পুরসভার তরফে উদ্যোগ নিয়ে ১০০ টি পরিবারকে মশারি দেওয়া হয়েছে। বাড়ির আশেপাশে যাতে কোনও রকম জল না জমে, সে ব্যাপারে সচেতন করার পাশাপাশি এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*