তীব্র তুষারঝড়ে সিরিয়া-লেবানন সীমান্তে সিরিয়ার ১৩ জন নাগরিক প্রাণ হারিয়েছে। তাদের মৃতদেহ বরফে জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে। লেবানন সেনাবাহিনীর তরফ থেকে জানা গেছে, সীমান্তের পার্বত্য এলাকা অতিক্রম করার সময় মারা যায় তারা। ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৬জন মহিলা এবং ২ শিশুও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকালে সিরিয়ার পার্শ্ববর্তী মাসনা এলাকা বরফ ঝড়ের কবলে পড়ে। ওই মৃতদেহগুলো এর কিছুক্ষণ পরেই উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ঝড়ের কবলে পড়েই নিহত হয়েছে তারা। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থল থেকে আরো ছয় সিরিয়ান নাগরিককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যায়।
Be the first to comment