অবসর নিলেন রজার

Spread the love

বারবার ইচ্ছে প্রকাশ করেছেন, ঠিক ফিরে আসবেন। প্রত্যাবর্তনের সেই মঞ্চে আবার উঠে দাঁড়াবেন রাজা। সাফল্যের মুকুট পরে। গত দেড় বছরে বারবার চোট নিয়ে আলোচনা হয়েছে। অস্ত্রোপচার সফল। রিহ্যাব করছেন। ফিট হওয়ার চেষ্টায় জিমও যাওয়া শুরু করেছেন। বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎই অবসর ঘোষণা করে দিলেন রজার ফেডেরার। ২৪ বছরের বর্ণময় কেরিয়ারের অবসান ঘটল। ২০টা গ্র্যান্ড স্লাম জিতেছেন সব মিলিয়ে। রাফায়েল নাদালের সঙ্গে খেলেছেন এক-একটা ঐতিহাসিক ম্যাচ। সে সব অতীত করে ‘প্রাক্তন’ হয়ে গেলেন টেনিসের রাজা।

ফেডেরার লিখেছেন, ‘গত তিন বছরে অনেক বাধার সম্মুখীন হয়েছি। বার বার চোট এবং অস্ত্রোপচার হয়েছে। খেলায় ফেরার জন্য কঠোর পরিশ্রম করেছি। কিন্তু নিজের শারীরিক সক্ষমতা কতটা এবং কত দূর পর্যন্ত টানতে পারব, সেটাও জানি। গত কয়েক দিনে নিজের ভবিষ্যত পরিস্কার বুঝতে পেরেছি। এখন আমার ৪১ বছর বয়স। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। আমি যা ভেবেছিলাম, টেনিস আমাকে তার থেকেও বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় যে শেষ, সেটা এ বার বুঝতে পেরেছি।’

তিনি আরও লিখেছেন, ‘পরের সপ্তাহে লন্ডনে লেভার কাপই আমার শেষ এটিপি প্রতিযোগিতা হতে চলেছে। ভবিষ্যতে আরও অনেক টেনিস খেলব ঠিকই। কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বা ট্যুরে আমাকে আর দেখা যাবে না। এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ, টেনিস থেকে অনেক কিছু পেয়েছি। তবে, একই সঙ্গে আমার কাছে উচ্ছ্বাস করার মতো অনেক কিছু রয়েছে। আমি নিজেকে এই বিশ্বের সব থেকে ভাগ্যবান মানুষ বলে মনে করি। যে পর্যায়ের টেনিস খেলেছি এবং যে সময় ধরে খেলেছি, তা কোনও দিন ভাবতে পারিনি।’

ফেডেরার টেনিস-জীবনে ছ’বার অস্ট্রেলিয়ান ওপেন, এক বার ফ্রেঞ্চ ওপেন, আট বার উইম্বলডন এবং পাঁচ বার ইউএস ওপেন জিতেছেন। এ ছাড়া ২০১৪ সালে সুইৎজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জেতেন। তিন বার হপম্যান কাপ জিতেছেন। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ডাবলসে সোনা জেতেন। সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপো পান। এ ছাড়াও ছ’বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*