এসএসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হেফাজতে নিল সিবিআই। তিনি জেল হেফাজতে ছিলেন। মামলার তদন্তের স্বার্থে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আলিপুর আদালতে আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার শুনানিতে সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।
এরপরই নির্দেশ দেন, আগামী ২১ তারিখ পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হেফাজতে রাখা হোক। পাশাপাশি, একই মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার সন্ধেবেলা গ্রেপ্তার করেছিল সিবিআই। এদিন তাঁকে আদালতে পেশ করা হলে ২১ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
Be the first to comment