শহরে এসেছেন কংগ্রেসের দিল্লি নেতৃত্ব। জয়রাম রমেশ ও দিগ্বিজয় সিং। কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র দায়িত্বে যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম এই দুই বর্ষীয়ান নেতা। শনিবার কলকাতায় বসেই কারও নাম না করে বিজেপি বিরোধী দলগুলির একাংশকে বিঁধলেন জয়রাম রমেশ। এদিন সাংবাদিক বৈঠক করে বললেন, “কেউ কেউ বিরোধী জোট গড়ে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করছে। পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। নিজেদের দলের সঙ্গেও কংগ্রেস নাম জোড়ার চেষ্টা করছে। কংগ্রেসকে ভাঙা যাবে না।” সেই সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতার আরও সংযোজন, “কংগ্রেস নামের পেটেন্ট থাকলে ভাল হত। কংগ্রেস থেকে বেরিয়ে এই নামের ব্যবহার করা হয়।”
বিজেপি বিরোধী জোটের যে কথা জাতীয় রাজনীতিতে বার বার উঠে আসে, সেই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন জয়রাম রমেশ। বলেন, “বিরোধী জোট নিয়ে কথা চলতে থাকে। কংগ্রেস ছাড়া বিরোধীদের জোট অসম্ভব। কিন্তু অনেক দলই বিরোধী জোট চায়, কংগ্রেসকে দুর্বল করার জন্য। এটা আমরা হতে দেব না। আপনারা যদি কংগ্রেসের সঙ্গে আসতে চান, তাহলে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করবেন না।”
উল্লেখ্য, ভারত জোড়ো যাত্রা যে সব রাজ্যের উপর দিয়ে যাচ্ছে না, সেই সব রাজ্যে পৃথকভাবে কর্মসূচির আয়োজন করছে কংগ্রেস। সেই বিষয়ে জয়রাম রমেশ জানান, “কয়েক মাসের মধ্যে বাংলাতেও এই রকম যাত্রা হবে। ২৮ তারিখ এই নিয়ে বৈঠক হবে। বাংলা থেকে ১০০ জন যোগ দেবে এই যাত্রায়।”
Be the first to comment