স্থানীয় সময় গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটে আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলা চালায় বন্দুকধারীরা। চার জন বন্দুকধারী হোটেলে অবস্থান করা অতিথিদের লক্ষ্য করে গুলি চালায়। তারা হোটেলের রান্নাঘরেও আগুন লাগিয়েছে। এছাড়া হোটেলের চতুর্থ তলায় আগুন লাগার খবর পাওয়া গেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুইজন বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র। পাঁচজন হতাহতের খবর পাওয়া গেলেও ঠিক কতজন মারা গেছে তা নিশ্চিত হয়নি। হোটেলের ভেতরে আটকে পড়া বহু সংখ্যক মানুষ হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বন্দুকধারীরা ছোট অস্ত্র এবং রকেট চালিত গ্রেনেডও বহন করছে।
সূত্র থেকে প্রাপ্ত
Be the first to comment