সুশান্ত সিং রাজপুত
জন্মঃ ২১ জানুয়ারি ১৯৮৬
তিনি হলেন একজন ভারতীয় নাট্যকর্মী, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। ২০১৩ সালে তিনি অভিষেক কাপুরের কোই পো চে! চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। রাজপুত ড্যান্স রিয়েলিটি শো ঝলক দিখলা জা ৪-এ অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করেন। এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি চলচ্চিত্রে তিনি ধোনির নামভূমিকায় অভিনয় করছেন। টিভি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি তিনি দৈনিক আয়ের জন্য বিপিওতে চাকরি করতেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
এন. সান্থারাম
জন্মঃ ২১ জানুয়ারি ১৯৮০
তিনি একজন তামিল চলচ্চিত্র অভিনেতা ও হাস্যকৌতুক।
মনমধন, সিরুথাই, ভানাম, সারভার সুন্দরম, আনবে আরুইরি, শিবা মানুসলা শক্তি ইত্যাদি ছাড়া বহু সিনেমা ও টেলিভিশনের বিভিন্ন শো-ও সিরিয়ালে তিনি অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
কিম শর্মা
জন্মঃ ২১ জানুয়ারি ১৯৮০
তিনি একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল।
ডর, মহব্বত, ফিদা, তুমসে আচ্ছা কোন হ্যায়, ইয়াগাম, টম ডিক অ্যান্ড হ্যারী, ইয়াকিন, মগধরা ইত্যাদি ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment